Tuesday, September 16, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollটানা আট ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দিঘা, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসা
Digha Tourism

টানা আট ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দিঘা, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসা

৮ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন দিঘা

ওয়েব ডেস্ক: দিঘায় (Digha) টানা আট ঘণ্টার প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল সমুদ্রতীরবর্তী এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঝড়বৃষ্টির দাপটে অচল হয়ে যায় শহরের বেশ কয়েকটি এলাকা। রাস্তাঘাটে হাঁটু পর্যন্ত জল জমে পর্যটকদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়। অনেক হোটেলে জল ঢুকে পড়ায় বুকিং বাতিল করেছেন বহু পর্যটক।

শারদীয়ার মুখে এমন পরিস্থিতি স্থানীয় ব্যবসায়ীদের মাথায় হাত ফেলেছে। হোটেল, রেস্তরাঁ থেকে দোকানপাট, সব ক্ষেত্রেই ক্ষতির অঙ্ক বিপুল। পর্যটনকেন্দ্রিক অর্থনীতির উপর এই প্রবল বৃষ্টির ধাক্কায় উদ্যোক্তাদের মধ্যে নেমে এসেছে হতাশা। স্থানীয় ব্যবসায়ী সংগঠনের দাবি, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে একদিনেই।

আরও পড়ুন: পুজোয় নিয়ন্ত্রিত হবে পণ্যবাহী যান, উদ্যোগী কলকাতা পুলিশ

পর্যটকদের একাংশ জানান, টানা বৃষ্টিতে সমুদ্রসৈকতে যাওয়া সম্ভব হয়নি। অনেকেই নির্ধারিত সময়ের আগেই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হোটেল-মালিকদের আশঙ্কা, পুজোর আগে এভাবে আবহাওয়া খারাপ থাকলে পর্যটক সংখ্যা আরও কমে যেতে পারে।

প্রশাসনের তরফে জল বের করতে পাম্প বসানো হয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী দিনগুলোতেও দিঘা ও সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর মরসুমে পর্যটন শিল্পকে বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা করছে দিঘার ব্যবসায়ী মহল।

দেখুন আরও পড়ুন: 

Read More

Latest News